বার্তা প্রতিবেদক, পাথরঘাটা:: বরগুনার বলেশ্বর নদে জেলেদের জালে ধরা পড়ল ১০ মণ ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ। বিশালাকৃতির ওই মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

শুক্রবার ভোরে নদের পদ্মা এলাকায় জেলেদের গোভ জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, পাথরঘাটার বিএফডিসি ঘাটে মাছটি নিয়ে যান জেলেরা। প্রায় লাখ টাকা দিয়ে শাপলা পাতা মাছটি কিনে নেন ফিশ স্টোরের স্বত্বাধিকারী মো. হানিফ। বিক্রির জন্য মাছটির প্রতি কেজির দাম ঠিক করা হয় ৩৫০ টাকা।

ফিশ স্টোরের স্বত্বাধিকারী মো. হানিফ বলেন, ১০ মণ ওজনের ‘শাপলা পাতা’ মাছটি কিনে প্রতি কেজির দাম ঠিক করেছি সাড়ে ৩৫০ টাকা।

কেজিপ্রতি ৩৫০ টাকায় মাছটি বিক্রি করলে লেবার খরচ শেষে আমার প্রায় ১৫ হাজার টাকার মতো লাভ থাকবে বলে আশা করছি।