২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আধা ঘন্টার ব্যবধানে সড়কে ঝড়লো দুই প্রাণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, ০৬ এপ্রিল ২০১৬

বরিশাল: বরিশালে মাত্র আধা ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে জেলার উজিরপুর এবং আগৈলঝাড়া উপজেলা এ দুর্ঘটনা ঘটে।’

নিহতরা হলেন- উজিরপুর উপজেলার আব্দুল মজিদ হাওলাদারের ছেলে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পনীর ম্যানেজার আব্দুল আজিজ হাওলাদার (৫০) এবং আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের ইংগুল আলী খানের স্ত্রী আলোমতি বেগম (৬৫)।’

পুলিশ জানায়- বিকেল চারটার দিকে উজিপুর থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি মুন্ডুপাায় ফিরছিলেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পনীর উপজেলা ম্যানেজার আব্দুল আজিজ। পথিমধ্যে বিপরীত দিক  থেকে আসা ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজ মারা যান।

এ ঘটনার পর চালক বাসটি দুর্ঘটনা স্থলের অদুরে ইচলাদি এলাকায় একটি পেট্রোল পাম্পে রেখে পালিয়ে যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. হুমায়ন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ঘটনার আধা ঘন্টার ব্যবধানে পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানগাড়ি যাত্রী আলোমতি বেগম নামে ওই নারী নিহত হন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে আলোমতি বেগম জামাতাকে দেখে নিজ বাড়িতে ভ্যানযোগে ফিরছিলেন ।

এসময় পিছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ওই ভ্যানে ৪যাত্রী আহত হন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলোমতি বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বাকি ৩ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।’

দুটি ঘটনায়ই মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন