২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আর্জেন্টিনার জন্য বিশেষ পরিকল্পনার হুঁশিয়ারি ক্রোয়েশিয়ার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৪৩ অপরাহ্ণ, ১৭ জুন ২০১৮

শনিবার বিশ্বকাপের তৃতীয় দিনে আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ক্রোয়েশিয়া। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২১ জুন একে অপরের মুখোমুখি হবে দুই দল।

প্রথম ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে উঠে গেলেও ক্রোয়েশিয়ান কোচের চিন্তায় এখন কেবল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিই। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আর্জেন্টিনার চেয়ে খুব একটা পিছিয়ে নেই ক্রোয়েটরা। তবু মেসি-আগুয়েরোদের মুখোমুখি হওয়ার আগে তাদের জন্য বিশেষ পরিকল্পনা রাখার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ক্রোয়েশিয়ার কোচ জলাতকো দালিচ।

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি নিয়েও কথা বলেন দালিচ। তিনি বলেন, ‘এখন আমাদের মাথায় কেবল আর্জেন্টিনার ম্যাচটিই রাখতে হবে। এই ম্যাচে জেতায় আমার দলের খেলোয়াড়দের অভিনন্দন জানাই। ম্যাচটা সহজ ছিল না, তবে জয়টা আমাদের প্রাপ্য ছিল। সবচেয়ে বড় কথা পূর্ণ ৩ পয়েন্টই পেয়েছি আমরা।’

এসময় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য নিজেদের প্রস্তুতির ব্যাপারেও কথা বলেন ক্রোয়েট কোচ। তিনি বলেন, ‘আমরা এখন নিশ্চিন্তে বসতে পারব না। আর্জেন্টিনার বিপক্ষে নামার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। আমরা আর্জেন্টিনার পরিকল্পনা মোতাবেক যাবো না, নিজেদের খেলাটাই খেলবো এবং অবশ্যই তাদের জন্য ভিন্ন বিশেষ কিছু চাল তো থাকবেই। আমরা উপভোগ করতেই খেলব।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন