২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কলাপাড়ার রাখাইন পল্লীতে জলকেলী উৎসব

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪১ অপরাহ্ণ, ১৮ এপ্রিল ২০১৬

কলাপাড়া:  পটুয়াখালীর কলাপাড়ায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের জলকেলী (সাংগ্রাই) উৎসব পালিত হয়েছে। বাংল বর্ষবরন উপলক্ষে সোমবার বিকেল উপজেলার লতাচাপলী ইউনিয়নের গোড়াআমখোলা রাখাইন পল্লীতে কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা এ জলকেলী (ওয়াটার ফেসটিবল) উৎসব উদ্বোধন করেন।

বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট’স ইউনিটি (বিআরএসইউ)’র আয়োজনে ও কারিতাস আইসিডিপি রাখাইন প্রকল্পের সহযোগিতায় পটুয়াখালী-বরগুনা জেলার কয়েক’শ রাখাইন সম্প্রদায়ের নারী পুরুষ এ উৎসবে উপস্থিত ছিলেন। উৎসব ঘিরে বিহার গুলোতে আলোক সজ্জা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন হয়। kalapara pic(2)-jalkali-18-04-2016

আয়োজক কমিটির অন্যতম বাবু চোতেন জানান, তিন দিনের এ জলকেলী উৎসবটি আর্থিক দৈন্যতায় একদিনে সম্পন্ন করা হয়েছে। বর্ষবরণ উৎসব জলকেলীতে মিলিত হয়ে একজন অন্যজনকে জল ছুড়ে মারলে পুরণো দিনের পাপ পন্কিলতা মোচন হয়।

এদিকে সঠিক পরিচর্চার অভাবে আদিবাসী রাখাইনদের নতুন প্রজন্ম ভুমি, ভাষা, শিক্ষা ও সংস্কৃতি ভূলতে বসেছে এমনটাই দাবী করেছেন রাখাইন অধিকার আন্দোলনকর্মী মিঃ মংম্যা।

কারিতাস রাখাইন আইসিডিপি রাখাইন প্রকল্পের বরিশাল অঞ্চলের ইনচার্জ মেইনথিন প্রমিলা বলেছেন, বিলুপ্তি হওয়া কুয়াকাটার আদিবাসী রাখাইনদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি পুনুরুদ্ধারের জন্য কারিতাস চেষ্টা চালাচ্ছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন