২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কলাপাড়ায় স্কুল প্রধান শিক্ষক লাঞ্ছিত, আটক ১

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৭ অপরাহ্ণ, ২০ মে ২০১৭

পটুয়াখালীর কলাপাড়ায় পাটুয়া আলামিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলীকে (৫৩) শারিরীক ভাবে লাঞ্ছিত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৯ মে) বিকেলে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষককে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় প্রধান শিক্ষক ইউসুফ আলী বাদী হয়ে  তিন জনকে আসামী করে ওই দিন রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আসামীরা হলেন- কামাল পাশা মোড়ল (৩২) খোকন প্যাদা (৩০) ও আব্বাস প্যাদা (৩২)। পুলিশ আব্বাস প্যাদাকে আটক করেছে।

আহত প্রধান শিক্ষক মো.ইউসুফ আলী বরিশালটাইমসকে জানান, স্কুলের করনিক নিয়োগ ওই সন্ত্রাসীদের পছন্দমত না দেয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়। ঘটনার দিন মাছুয়াখালী গ্রাম থেকে বাড়ি যাওয়ার পথে খোকন প্যাদাসহ আসাীরা তাকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে । এসময় স্থানীয়দের রোষাণলে পড়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম খান বরিশালটাইমসকে জানান, আসামীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’’

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন