২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

চার ঘন্টায় ১৫ হাজার বজ্রপাত!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০৩ অপরাহ্ণ, ০৩ জুন ২০১৮

বিশ্বের জলবায়ুতে কি চরম বদল আসছে? বিশ্বব্যাপী একের পর অস্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের ওমানে ভয়াবহ সাইক্লোনে একদিনেই তিন বছরের সমান বৃষ্টিপাত হয়েছে। এবার ব্রিটেনের কয়েকটি অংশজুড়ে মাত্র চার ঘন্টায় ১৫ হাজার বজ্রপাতের ঘটনা ঘটেছে।

বজ্রঝড়ের পাশাপাশি ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ঘন ঘন বজ্রপাতে রাতের আকাশ বার বার আলোকিত হয়ে উঠছে। গভীর রাতে ওই অঞ্চলে চার ঘন্টায় প্রায় ১৫ হাজার বজ্রপাতের ঘটনা হয়েছে। উত্তর দিকে বয়ে চলা এই বজ্রঝড় রবিবার সারাদিন ধরে দক্ষিণ ইংল্যান্ড, মিডল্যান্ডস্ এবং ওয়েলস পর্যন্ত বয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস জানিয়ে ব্রিটেনের আবহাওয়া দফতর একটি ‘হলুদ’ সতর্কতা জারি করেছে।

সোমবার ভোর ৬টা পর্যন্ত বৃষ্টির এই সতর্কতা ওয়েলস, দক্ষিণ ইংল্যান্ড ও ইংল্যান্ডের কেন্দ্রীয় অংশের জন্য বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুত ধেয়ে আসা বন্যায় অল্প সময়ের মধ্যেই বাড়িঘর ও ব্যবসা সংস্থা ডুবে যেতে পারে। বন্যার জলের গভীরতা বেশি হতে পারে জানিয়ে কিছু ভবন বজ্রপাতে, শিলায় অথবা তীব্র বাতাসে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

শনিবার অপেক্ষাকৃত উষ্ণ একটি দিন যাওয়ার পর রাতে বজ্রঝড়ের পাশাপাশি ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন