২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

জার্মানি-সুইডেন ম্যাচ শেষে মারামারি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ২৪ জুন ২০১৮

শনিবার রাতে উত্তেজনায় ঠাঁসা ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এই জয়ে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে তারা। ম্যাচ হারলেও শেষ হয়নি সুইডিশদের বিশ্বকাপ যাত্রা। তবু রোমাঞ্চে ভরপুর ম্যাচটি শেষে মারামারি বেঁধে যায় দুই দলের ডাগআউটে।

ঘটনার সুত্রপাত হয় ম্যাচের একদম শেষ মূহুর্তে টনি ক্রুসের গোলের পর। ডি বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন ক্রুস। গোলের উদযাপন করার সময় জার্মানির কোচিং স্টাফের একজন গিয়ে সুইডেনের ডাগআউটের উদ্দেশ্যে কটুক্তি করে বসেন।

জবাব দিতে এক মূহুর্তও ছাড়েননি সুইডেনের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্ডারসন। এক পা দুই পা করতে করতে সুইডেনের ডাগআউটে থাকা স্টাফরা ঢুকে পড়ে জার্মানির ডাগআউট সীমানায়। এতেই হাতাহাতি শুরু হয়ে যায় দুই দলের ডাগআউটে থাকা খেলায়াড়দের মধ্যে।

মুখে কটুক্তি, হাতাহাতি এবং ধাক্কাধাক্কিতে মূহুর্তের মধ্যেই গরম হয়ে যায় পরিবেশ। এর খানিক বাদেই ম্যাচ শেষের বাঁশি বাঁজান রেফারি। তখন পরিস্থিতির সামাল দেন ম্যাচের সহকারী রেফারি। জার্মানদের ২-১ গোলের জয়েই শেষ হয় ম্যাচটি। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারালে শেষ ষোলোতে পৌঁছে যাবে তারা।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন