২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঝালকাঠিতে হিজড়াদের নিয়ে সভা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪৭ অপরাহ্ণ, ৩১ মার্চ ২০১৬

ঝালকাঠি:: ঝালকাঠি জেলা মহিলা পরিষদের আয়োজনে সামাজিক সুবিধাবঞ্চিত হিজড়াদের অংশ গ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সভাপতি শাহানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনির্ভাচিত পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষিত হিজড়াদের চাকুরী, সকলকে পুনর্বাসন ও মাসিক ভাতা প্রদানের ব্যবস্থা করার জন্য সকলকে প্রচাস্টার প্রতি সমর্থনের হাত বাড়ানোর আহ্বান জানানো হয়।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা বণিক সমিতির সভাপতি মাহবুব হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত কাউন্সিলর তরুণ কর্মকার, নাসিমা কামাল, নবগ্রাম ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ, শেখেরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমীন খান সুরুজ।

 
অন্যদিকে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্দোগে ঝালকাঠি পৌরসভার নবনির্বাচিত মেয়র বিশিষ্ট ব্যবসাযী ও শহর আওয়ামীলীগ সভাপতি লিয়াকত আলী তালুকদার কে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্বে করেন মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি শাহানা আলম।

 

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও বরিশাল বিভাগীয় সাধারন সম্পাদক পুষ্প চক্রবর্তি, সুনন্দা সমদ্দার, কাউখালী উপজেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক শাহিদা হক। এসময় নেতৃবৃন্দ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছাসহ উপহার তুলে দেন। ঝালকাঠি মহিলা পরিষদের সাধারন সম্পাদক ও সদর উপজেলা ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী সভা দুটি পরিচালনা করেন।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন