২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

টাকা নিয়ে পালানোর সময় বৃদ্ধ আটক, গণধোলাই

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, ১৬ মার্চ ২০১৬

বরিশাল: বরিশাল ডাকঘর থেকে এক নারীর টাকা নিয়ে দৌঁড়ে পালানোর সময় মো. আব্দুল খালেক বয়াতী (৬৬) নামে এক বৃদ্ধকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। পরবর্তী তাকে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার বেলা ১টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। মো. আব্দুল খালেক বয়াতী মাদারীপুর জেলার কালকিনি থানার লক্ষীপুর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়- কাশিপুর এলাকার বাসিন্দা ফরিদ আহম্মেদ হাওলাদারের স্ত্রী বেলা ১টার দিকে ১ লাখ ৪৭হাজার ৭শ টাকা বরিশাল ডাকঘর থেকে উত্তোলন করেন। এসময় ওই বৃদ্ধ এসে টাকা গুনে দেয়ার কথা বলে একটি বান্ডিল নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন।

 

এ ঘটনায় নারীর চিৎকার শুনে পথচারীরা বৃদ্ধ ধরে প্রথমে একচোট দেয়। খবর পেয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. জুয়েল হাওলাদার এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে নারীর স্বামী ফরিদ আহম্মেদ হাওলাদার বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেন।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন