৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ঠাণ্ডাজনিত রোগে তিনদিনে আক্রান্ত ২ শতাধিক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৮ অপরাহ্ণ, ১৮ জুন ২০১৭

ঝালকাঠিতে টানা বৃষ্টির কারণে ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেই সাথে বেড়েছে ডায়রিয়া রোগের প্রকোপ। গত তিনদিনে এসব রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালসহ জেলার অন্য তিনটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২ শতাধিক রোগী ভর্তি হয়েছে। এছাড়াও গ্রাম-গঞ্জের বাসা-বাড়িতে আরও শতাধিক মানুষ আক্রান্ত খবর পাওয়া গেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বরিশালটাইমসকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঝালকাঠিতে এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত হচ্ছে। ফলে ঠাণ্ডাজনিত রোগ ও ডায়রিয়া বেড়েছে। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশু ও বয়স্করা বেশি ডায়রিয়াসহ নিউমোনিয়া, আমাশয়, জ্বর ও সর্দিকাশিতে আক্রান্ত হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী- গত তিনদিনে জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই শতাধিক রোগী ভর্তি হয়েছে। এই তিন দিনে শুধু ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২০০ জন রোগী।

হাসপাতালে ভর্তি নাজমা বেগম বরিশালটাইমসকে বলেন, জ্বরে আক্রান্ত হয়ে ২ দিন আগে ভর্তি হয়েছি। দিনে একবার ডাক্তার আসে, অধিকাংশ ওষুধ বাহির থেকে কিনতে হয়।

সিটির্পাক এলাকার এলপি আক্তার বরিশালটাইমসকে বলেন, আমার মেয়ে তানজিলা (৫) টাইফয়েডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করার পরে শুধু একবার চিকিৎসক দেখেছে। ডাক্তার পাওয়া যায় না।

ঝালকাঠির সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা দিলসাদ হোসেন বরিশালটাইমসকে জানান, এসব রোগে আক্রান্ত রোগীকে বিশুদ্ধ পানি পান ও নিরাপদ খাবার খাওয়াতে হবে। পাশাপাশি শিশুদের নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।”

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন