২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পায়রা বন্দর উন্নয়নে ভারতের আগ্রহ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৪৯ অপরাহ্ণ, ২২ মার্চ ২০১৬

পটুয়াখালীর পায়রা বন্দরের উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে ভারত। সোমবার (২১ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

জানা যায়, সাক্ষাৎকালে তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। পায়রা বন্দরের বিষয় ছাড়াও ভারতের চট্টগ্রাম, মংলা, আশুগঞ্জ ও পানগাঁও বন্দর ব্যবহারের বিষয়টিও তাদের আলোচনা স্থান পায়।

এছাড়া সম্প্রতি দু’দেশের মধ্যে কোস্টাল জাহাজ চলাচল এবং ভবিষ্যতে ক্রুজ সার্ভিস চলাচলের বিষয় নিয়েও আলোচনা হয়।

আগামী ১৪-১৬ এপ্রিল ভারতের মুম্বাইতে ‘মেরিটাইম ইন্ডিয়া সামিট-২০১৬’ অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নিতে ভারতের নৌপরিবহন মন্ত্রী নিতিন গরকড়ির পক্ষে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে আমন্ত্রণ জানান হাইকমিশনার শ্রিংলা। ওই সামিটে অংশ নেওয়ার আগ্রহ ব্যক্ত করেন নৌমন্ত্রী।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন