২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পাক সেনাবাহিনীর গুলিতে ৪ বিএসএফ সদস্য নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩২ অপরাহ্ণ, ১৩ জুন ২০১৮

জম্মু ও কাশ্মির সীমান্তে পাকিস্তানের নিরাপত্তারক্ষীবাহিনীর গুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চার সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্ত তিন জওয়ান। বুধবার রাতভর জম্মু-কাশ্মিরের চাম্বলিয়াল সীমান্তে চলেছে গুলির লড়াই।

ভারতীয় গণমাধ্যম বলছে, কাশ্মিরের সাম্বায় চাম্বলিয়াল সেক্টরে এই হামলা হয়। সারারাত গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। নিহতদের মধ্যে একজন ছিলেন বিএসএফের অ্যাসিসট্যান্ট কমান্ডার।

সংঘর্ষবিরতি লঙ্ঘন ও জঙ্গি কার্যক্রম নিয়ে গতমাসে ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস পর্যায়ের আলোচনা হয় ভারত ও পাকিস্তানের। সংঘর্ষ বিরতি চুক্তি মেনে চলার বার্তা দেয়া হয় দুই দেশের পক্ষ থেকে।

বিএসএফের ইন্সপেক্টর জেনারেল রাম অবতার জানিয়েছেন, ‘মঙ্গলবার রাতে পাক রেঞ্জার্স আন্তর্জাতিক সীমারেখায় গুলি চালিয়েছে। অ্যাসিসট্যান্ট কমান্ডার র্যাংকের এক কর্মকর্তা-সহ চার জওয়ানকে আমরা হারিয়েছি। আহত আরও তিনজন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কাশ্মির পুলিশের প্রধান এসপি বেদ।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন