২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ফেরি ডুবে নিখোঁজ ১২৮

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৮ অপরাহ্ণ, ১৯ জুন ২০১৮

ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের টোবা হ্রদে একটি ফেরি ডুবে অন্তত ১২৮ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির তল্লাশি ও উদ্ধার সংস্থার শীর্ষ কর্মকর্তা। সোমবার (১৮ জুন) সন্ধ্যায় ঝড়ো আবহাওয়ার মধ্যে উত্তর সুমাত্রার ওই হ্রদটিতে ফেরিটি ডুবে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার নিকটবর্তী মেদান শহরে সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তাদের এক বৈঠকের পর তল্লাশি ও উদ্ধার সংস্থার শীর্ষ কর্মকর্তা বুদিয়াওয়ান বলেন, “অনেক লোক তাদের স্বজন নিখোঁজ হওয়ার কথা জানিয়েছেন।”

ডুবে যাওয়া ফেরিটিতে অন্তত ৮০ জন যাত্রী ছিল বলে এর আগে জানিয়েছিল কর্তৃপক্ষ।

লেকের মধ্যবর্তী সামস্যার দ্বীপ থেকে রওনা হওয়া ফেরিটি ডুবে তাৎক্ষণিকভাবে একজনের মৃত্যু হয়েছে বলে এর আগে প্রকাশিত খবরে বলা হয়েছিল।

ফেরিটির নিখোঁজ যাত্রীদের স্বজনরা টোবা হ্রদের সিমালুনগুনের টিগারাস বন্দরের কাছে জড়ো হয়ে তাদের নিখোঁজ স্বজনদের খবরের জন্য অপেক্ষা করছেন এমন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাদের মধ্যে অনেককে কান্নারত দেখা গেছে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন