২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে আড়াই কোটি টাকা হাতিয়ে প্রতারক র‌্যাবের জালে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, ১৭ মে ২০১৮

বরিশালের উজিরপুর উপজেলা থেকে মো. দেলোয়ার হোসেন ভুট্টো নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৭ মে) রাতে উপজেলার ওটরা ইউনিয়নের পূর্বকেশবকাঠির গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন ভুট্টো ওই গ্রামের মৃত আক্তার আলী ওরফে আক্কেল আলীর ছেলে ও উপজেলার মুন্সিরতাল্লুক আলিয়া মাদরাসার প্রিন্সিপাল।

বরিশাল র‌্যাব সদর দপ্তর সূত্র জানিয়েছেন- দেলোয়ার হোসেন ভুট্টো ২০১৬ সাালে অসহায় ও দরিদ্র মানুষকে ঘরবাড়ি ও গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২ কোটি ৪২ লাখ টাকা হাতিয়ে নেন। এই ঘটনায় গত ৮ মে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে একটি মামলা করেন এনজিওকর্মী সোহেলী রহমান।

এর পরে বেশ কয়েকদিন পলাতক ছিলেন দেলোয়ার হোসেন ভুট্টো। বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব নিশ্চিত হয়ে প্রতারক দেলোয়ার হোসেন ভুট্টোকে গ্রেপ্তার করে।

ওই সফল অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স।’

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন