২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে ট্রলারভর্তি চিংড়ি রেনুসহ আটক ২৪

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ৩০ এপ্রিল ২০১৬

বরিশাল: জেলার মুলাদী উপজেলা সদরের জয়ন্তী নদীতে অভিযান চালিয়ে ট্রলারভর্তি চিড়িং রেনু পোনাসহ ২৪ জন শ্রমিককে আটক করেছে নৌ-পুলিশ। শনিবার ভোরে আটক করার পর এদের উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।’

অভিযানে নেতৃত্বে থাকা নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মে.আব্দুল মোতালেব জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ভোরে ট্রলার ভর্তি চিড়িং রেনু পোনা জব্দ করেন। এসময় ৩০ ব্যারেল রেনু এবং ২৪ জন শ্রমিককে আটক করা হয়।

জব্দ করা রেনু পোনা নদীতে অবমুক্ত করা হয়। এবং আটক মো. আলী, মো. খোকন, আনোয়ার হোসেন, ফিরোজ, আলাউদ্দিন, রউফ, মো. বেল্যালসহ ২৪ জন শ্রমিককে রেনু পোনা বহনে দায়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ প্রত্যেক শ্রমিককে ৩ হাজার টাকা করে ৭২ হাজার টাকা জরিমানা করেন। এই শ্রমিকদের বাড়ি লক্ষ্মীপুর ও ভোলা জেলায়।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন