২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০৫ অপরাহ্ণ, ১৫ মার্চ ২০১৬

বরিশাল: বরিশালে পুলিশের দায়ের করা মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বরিশাল জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামিদের অনুপস্থিতিতে এ আদেশ দেন।

এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বলে জানান বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আলাউদ্দিন শেখের ছেলে শাহ আলম ও যশোরের ঝিকরগাছার মৃত রুপচান মোড়লের ছেলে কামরুল ইসলাম।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৬ জানুয়ারি রাতে বরিশাল শহর থেকে দণ্ডপ্রাপ্ত দুইজনকে ১১৬ বোতল ফেনসিডিলসহ আটক করেন। পরদিন তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

ওই বছরের ২৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

24 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন