২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে ২ ইটভাটাকে জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৩ অপরাহ্ণ, ২৪ মার্চ ২০১৬

অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে বরিশালে দুই ইটভাটাকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী ও জনতার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহযোগীতায় এ অভিযানে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুর রউফ মিয়া নেতৃত্ব দেন।

এসময় চরকাউয়ার জনতারহাট এলাকায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্স না থাকা এবং জ্বালানি হিসেবে কাঠ পুঁড়িয়ে ড্রাম চিমনীর দিয়ে ইটপোড়ানোর অপরাধে আলতাফ হোসেন গাজী পরিচালিত মেসার্স আরিফ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয় এবং ড্রাম চিমনি ভেঙ্গে দেওয়া হয়।

এছাড়া ১২০ফুট চিমনির ইটভাটা জিগজ্যাক পদ্ধতিতে রূপান্তর না করা, জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করায়, জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশগত লাইসেন্স না থাকায় চরকাউয়া এলাকার ইসমাইল হাওলাদার পরিচালিত মেসার্স ফুজি ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  এ এইচ এম রাসেদ ও পরিদর্শক তোতা মিয়া অভিযানের সময় উপস্থিত ছিলেন।

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন