২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বিএনপি’র ৩০নেতাকর্মীর আ. লীগে যোগদান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১৭ অপরাহ্ণ, ০৫ এপ্রিল ২০১৬

মঠবাড়িয়া: মঠবাড়িয়া উপজেলার ১০নং হলতা গুলিসাখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩০জন নেতাকর্মী গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে ও নৌকার ব্যাচ পড়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেছেন। হলতা গুলিসাখালী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ফারুক ফরাজী, মাহাতাব হোসেন, সহ-সম্পাদক বিরু তালুকদার, সদস্য শাহজাহান হাওলাদারের নেতৃত্বে ৩০জন নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। গুলিসাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত নব-নির্বাচিত চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোর নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর।
হলতা গুলিসাখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি রফিকুল আলম বাদলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, ইউসুফ মাহমুদ ফরাজী, মোস্তফা শাহ আলম দুলাল, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, হলতা গুলিসাখালী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, সাপলেজা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মিরাজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক একে আজাদ এবি।
সংবর্ধনা শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদানের বিষয়ে হলতা গুলিসাখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামীম আকন বলেন, যারা যোগদান করেছেন তারা আগে থেকেই আওয়ামীলীগের সাথে লিয়াঁজো করে চলতো। এছাড়া তারা বিভিন্ন নির্বাচনে দলের বাইরে গিয়ে কাজ করতো। শাহজাহান হাওলাদারকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিলো। তাদের আওয়ামীলীগে যোগদানে বিএনপিতে কোন প্রভাব পড়বে না।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন