২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

‘ব্লু হোয়েলে’র নির্দেশে বরিশালে কলেজছাত্রীর আত্মহত্যা!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, ১৪ অক্টোবর ২০১৭

ভয়ঙ্কর মরণনেশা অনলাইন গেম ‘ব্লু হোয়েল’ এবার আঘাত করেছে বরিশালে। এই গেমের ফাঁদে পড়ে ব্লু হোয়েলের নির্দেশে আত্মহত্যা করেছে বরিশাল সদর উপজেলার তালতলী বাজার এলাকার এক কিশোরী।

শুক্রবার রাতে বাসায় নিজের পড়ার কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শ্রাবনী মল্লিক (১৫) নামে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার মল্লিক বাড়ির মামুন মল্লিকের মেয়ে এবং বরিশাল সরকারি মহিলা কলেজের একাদাশ শ্রেণির শিক্ষার্থী।

খবর পেয়ে রাতেই সেখানে ছুটে গেছেন বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের ওসি নুরুল ইসলামসহ একটি টিম।

ওই কিশোরীর পারিবারিক সূত্র ও স্থানীয় লোকজনের সাথে আলাপচারিতায় জানা গেছে- বরিশাল সরকারি মহিলা কলেজে ভর্তির পর থেকে বদলে যেতে থাকে কিশোরী শ্রাবনী। সে ব্যবহার শুরু করে ইন্টারনেট। সাম্প্রতিকালে সে অ্যানড্রয়েড মোবাইল ফোনও ব্যবহার শুরু করে। ফেসবুকসহ স্যোশাল মিডিয়া ব্যবহার চলছিল।

এমতাবস্থায় স্থানীয় লোকজন ধারণা করছে- কিশোরী শ্রাবনী ঢুকে পড়ে ইন্টারনেটের এক নিষিদ্ধ গেমসে। আর সেই গেমসের নির্দেশেই সে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে।

যদিও কাউনিয়া থানা পুলিশের ওসি নুরুল ইসলাম বরিশালটাইমসকে বলছেন- বিষয়টি নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছে। কিন্তু পুরোপুরি নিশ্চিত না হয়ে কিছু বলা যাচ্ছে না।’

ওসি জানান- কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।”

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন