২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মঠবাড়িয়ায় যুবক খুন, নদীতে ভাসছে লাশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:১৩ অপরাহ্ণ, ১৮ এপ্রিল ২০১৮

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আরিফ হোসেন হাওলাদার (১৮) নামে এক যুবককে হত্যার পরে লাশ খালে ভাসিয়ে দেয় হয়েছে। আজ বুধবার (১৮ এপ্রিল) সকালে হত্যাকাণ্ডের চার দিন পর উপজেলার পশ্চিম বড়শৌলা গ্রামের তেঁতুলবাড়িয়া খালের বাঁধের পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশের পায়ে রশি বাঁধাসহ মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ফলে পুলিশ ও গ্রামবাসীর ধারণা পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা ওই যুবককে হত্যার পর লাশ খালের বাঁধের পাড়ে ফেলে দেয়।

নিহত আরিফ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তিনি উপজেলার মিরুখালী ইউনিয়নের পশ্চিম বড়শৌলা গ্রামের নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেন হাওলাদারের বড় ছেলে।

গত শনিবার পয়লা বৈশাখের দিন বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি আরিফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে উপজেলার মিরুখালী ইউনিয়নের পশ্চিম বড়শৌলা লতিফ মেম্বর বাড়ির সম্মুখ তেঁতুলবাড়িয়া খালের বাঁধের পাড়ে লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে অজ্ঞাত হিসেবে ওই যুবকের দুই-পা বাঁধা লাশ উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেন ও তার স্ত্রী ফরিদা বেগম ওই যুবকের লাশ তাদের বড় ছেলে আরিফ হোসেনের বলে শনাক্ত করেন।

নিহত আরিফের মা ফরিদা বেগম বরিশালটাইমসকে জানান, গত শনিবার পয়লা বৈশাখে বিকেল সাড়ে ৩টার দিকে তার ছেলে আরিফ হোসেন বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মুসল্লি বাড়ি বাজারের দিকে যান। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি। ছেলেকে খুঁজে না পেয়ে আরিফের বাবা ছেলে নিখোঁজের বিষয়ে মঙ্গলবার মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সংশ্লিষ্ট মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বরিশালটাইমসকে বলেন, ‘ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

লাশের পায়ে রশি ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত রয়েছে।’’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন