২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

রাজাপুরে ডায়রিয়ার প্রকোপ, শিশু বৃদ্ধসহ আক্রান্ত দুই শতাধিক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৭ অপরাহ্ণ, ১০ এপ্রিল ২০১৮

ঝালকাঠির রাজাপুরে বর্তমানে ঠান্ডা গরম আবহাওয়ার কারণে ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগ দেখা দিয়েছে। এ রোগে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে।

রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের অফিস সূত্রে জানা গেছে- গত এক সপ্তাহে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে ৪৫ জন। গত এক সপ্তাহে বহির্বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে শতাধিক।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহাবুবুর রহমান বরিশালটাইমসকে জানান, খাওয়ার স্যালাইনসহ অন্যান্য ওষুধের কোন ঘাটতি নেই, আইভি স্যালাইনের মাঝে মাঝে সমস্যা হয়।

তবে বর্তমানে সবকিছু নিয়ন্ত্রণে আছে। বেশি বেশি পানি পান করতে এবং পঁচা বাশি খাবার না খাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।”

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন