২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

রাজাপুরে ৭২ ঘণ্টায় ৩ লাশ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪১ অপরাহ্ণ, ২৪ এপ্রিল ২০১৮

ঝালকাঠির রাজাপুরে শুক্কুর আলী হাওলাদার (২১) নামে এক আলিম পরীক্ষার্থী মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ভাতকাঠি গ্রামের ভাতাকাঠি-উত্তমপুর ইটের রাস্তার মোল্লাবাড়ি কালর্ভাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দক্ষিণ বড়ইয়া গ্রামের মোতালেব হাওলাদারের নাসির হাওলাদার (২৫) নামে এক যুবককে আটক করেছে। নিহত শুক্কুর আলী উপজেলার দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. দুলাল হাওলাদারের বড় ছেলে। শুক্কুর রাজাপুর ফাজিল মাদরাসা থেকে এ বছর আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিল পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন বরিশালটাইমসকে জানান, নিহতের মাথায় ও শরীরে ধাড়ালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাত সাড়ে ১১টার দিকে তার লাশ, ব্যবহৃত মোটরসাইকেল ও তার মোবাইলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত শনিবার রাতে সদরের দক্ষিণ বাজারের কামারপট্টি এলাকায় খলিলুর রহমান মোল্লা নামে এক নির্মাণ শ্রমিককে হত্যা করা হয়। এ ঘটনার মামলায় গ্রেফতার মিয়া মাহমুদ পাখিকে সোমবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার বিকেলে মনোহরপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মাদক ব্যবসায়ী জামাই মাসুদ ওরফে মাসুদ আহম্মেদ (৩৮) কে হত্যাকান্ডের ঘটনাস্থল সংলগ্ন সদরের বাজার এলাকা থেকে আটক করেছে পুলিশ। অপরদিকে মঙ্গলবার সকালে উপজেলার বাইপাস সড়কের তুলাতলা এলাকার নিজ ঘর থেকে জাহাঙ্গীর হোসেন হাওলাদার (২৭) নামে এক রিক্সাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ায় অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

তবে জাহাঙ্গীরের বড় ভাই জাকির হোসেনের সঙ্গে বিরোধ থাকায় মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।

অভিযোগে জানা গেছে- বাইপাস সড়কের তুলাতলা এলাকার মৃত মুনছুর আলী হাওলাদারের ছেলে রিকশাচালক জাহাঙ্গীর হোসেন নয় মাস পূর্বে তাঁর বড় ভাই জাকিরের শ্যালিকা জান্নাতিকে বিয়ে করে। এনিয়ে বড় ভাইয়ের সঙ্গে জাহাঙ্গীরের মনো-বিরোধ চলছিলো। বিয়ের পরে থেকে মাঝে মধ্যে জাহাঙ্গীর শ্বশুর বাড়িতে গেলেও স্ত্রী তাঁর বাবার বাড়িতেই থাকতো। সম্প্রতি স্ত্রী জান্নাতি তাকে তালাকনামা পাঠালে মানুষিকভাবে ভেঙে পড়ে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে জাহাঙ্গীর আত্মহত্যা করেছেন।

রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে জাহাঙ্গীরের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন