২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শেবাচিমে শিক্ষানবিস ডাক্তারদের প্রতিবাদ সমাবেশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৪ অপরাহ্ণ, ১৮ মে ২০১৬

বরিশাল: চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ তুলে এর বিচারসহ পাঁচ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন কর্মবিরতিতে থাকা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা।

বুধবার বেলা ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার হাসপাতালে এক রোগীর স্বজন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি করছেন শিক্ষানবিস চিকিৎসকরা।

সমাবেশে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন জানান, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

শিক্ষানবিস চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে মঙ্গলবার রাতে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনা, সাতদিনের মধ্যে আনসার সদস্য নিয়োগের মাধ্যমে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, রোগীর সঙ্গে দুই জনের বেশি স্বজন হাসপাতালে প্রবেশ করতে না দেওয়া এবং যেসব ওয়ার্ডে রোগী ভর্তি করা হয় সেখানে অতিরিক্ত দুই জন নিরাপত্তাকর্মী মোতায়েন করা।’

তাদের কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মনিরুজ্জামান শাহিন।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন