dreamliferupatolibarisal

পটুয়াখালী

পটুয়াখালীতে নুরুল হক, সরকারি অফিসে ঘুষ-দুর্নীতি বন্ধ হয়নি

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

১৫ অক্টোবর, ২০২৫ ২২:৫৮

প্রিন্ট এন্ড সেভ

পটুয়াখালীতে নুরুল হক, সরকারি অফিসে ঘুষ-দুর্নীতি বন্ধ হয়নি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, ‘জুলাই বিপ্লবের পর আমরা আশা করেছিলাম, দেশ থেকে ঘুষ-দুর্নীতি চিরতরে বিদায় হবে। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ইচ্ছা ছিল। বাস্তবে তা হয়নি। বিশেষ করে সরকারি অফিসের ঘুষ-দুর্নীতি বন্ধ হয়নি। এসব বন্ধ করতে হলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো বাড়ানো দরকার। আমরা এটা নিয়ে সরকারের সঙ্গে কথা বলেছি।’

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌর মঞ্চে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় নুরুল হক এ কথা বলেছেন। তিনি বলেন, ‘শিক্ষকদের বেতন সর্বোচ্চ হওয়া উচিত। শিক্ষকেরা দেশের প্রথম শ্রেণির নাগরিক। শিক্ষকেরা আমাদের গুরু। চলমান ন্যায্য আন্দোলনকে আমরা পুরোপুরি সমর্থন করি। আমি মনে করি, তাঁদের বিষয়ে সরকারের ভাবা উচিত।’

ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, ‘নির্বাচনে রাজনৈতিক পেশিশক্তি ও কালোটাকা বন্ধ করতে আমরা বাংলাদেশে পিআর পদ্ধতি চেয়েছিলাম। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনে যে দল যত পার্সেন্ট ভোট পাবে, সেই দলের তত পার্সেন্ট সংসদ সদস্য থাকবে। তাহলেই কারও একক দলের মাতব্বরি কিংবা ছড়ি ঘোরাতে পারবে না। এখন আর আগের দিন নেই; দিনের ভোট রাতে হবে। “মেম্বারেরটা মাইরা দেন, আমরা চেয়ারম্যানটা মাইরা লইতাছি।” সেই দিন এখন আর নেই।’

সভায় অন্যান্যের মধ্যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য মো. শহিদুল ইসলাম ও মো. রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলার আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম, সদস্যসচিব মো. শাহ আলম সিকদার, গলাচিপা উপজেলার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, দশমিনা উপজেলার আহ্বায়ক মো. লিয়ার হোসেন, বাউফল উপজেলার আহ্বায়ক হাবিবুর রহমান, বরিশালের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ সহসভাপতি আবু নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম এবং জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. ফারুক হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।

কলাপাড়ায় ঐতিহ্যবাহী রাস মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

১৭ অক্টোবর, ২০২৫ ১৭:৪৫

প্রিন্ট এন্ড সেভ

কলাপাড়ায় ঐতিহ্যবাহী রাস মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী ৫ দিনব্যাপী রাস মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে আন্দামানিক নদীর তীরে অবস্থিত পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করনে আশ্রমের যুব কমিটির সহ-সভাপতি শান্তি রঞ্জন মিত্র। বক্তব্য রাখেন, শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দাস, সুখ রঞ্জন তালুকদার, রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার, সাধারন সম্পাদক বিকাশ দাশ, অর্থ সম্পাদক সুজন কান্তি শিকদার ও  দেবাশীষ সিকদার কালা প্রমুখ।


বক্তারা বলেন, প্রতিবছরই শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রম আঙিনায় ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণের রাস উৎসব ও মেলা উদযাপন হয়ে আসছে। এ বছরও আগামী ৪ঠা নভেম্বর রাস মেলা ও উৎসব অনুষ্ঠিত হবে।


এ সময় শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রম মূল ও যুব কমিটির সদস্য বৃন্দ সহ রাস মেলা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কলাপাড়া শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম আঙিনায় ঐতিহ্যবাহী রাস মেলা ও কুয়াকাটার নীল জলে গঙ্গাস্নান উপলক্ষে প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু,সন্ন্যাসী, রাস ভক্তসহ লক্ষাধিক দর্শনার্থীদের আগমন ঘটে।

কুয়াকাটায় গভীর রাতে পর্যটকের কক্ষে গিয়ে ভিডিও ধারণ

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

১৬ অক্টোবর, ২০২৫ ১৭:২৯

প্রিন্ট এন্ড সেভ

কুয়াকাটায় গভীর রাতে পর্যটকের কক্ষে গিয়ে ভিডিও ধারণ

পটুয়াখালীর কুয়াকাটায় গভীর রাতে আবাসিক হোটেলে জোর করে কক্ষে প্রবেশ করে ভিডিও ধারণের অভিযোগে মো. হালিম নামে একজনকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে হোটেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হালিমকে স্থানীয়রা পাকড়াও করলে পরে ভ্রাম্যমাণ আদালত এ শাস্তি দেন।

অভিযুক্ত হালিম বরগুনার ফুলবুনিয়া এলাকার মৃত কামাল মূর্ধা ছেলে। তিনি কুয়াকাটার হোটেল কেয়ার নামে একটি টিনশেডের ৪ কক্ষের হোটেল ভাড়ায় নিয়ে চালাতেন।

জানা যায়, বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে অভিযুক্ত হালিম একটি আবাসিক হোটেলে প্রবেশ করে। উদ্দেশ্যেপ্রণোদিতবাভে দুটি দুই সিট বিশিষ্ট রুমকে টার্গেট করে কৌশলে রুমে প্রবেশ করেন।

সেখানে নারী-পুরুষ পর্যটকদের ভিডিও ধারণ করেন ও বিভিন্নভাবে চাপপ্রয়োগ করে পুলিশের ভয়ভীতি দেখান। একপর্যায়ে সেই পর্যটক রাতেই হোটেল ত্যাগ করেন। পরে বৃহস্পতিবার সকালে হোটেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হালিমকে পাকড়াও করে স্থানীয়রা।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত হালিমকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযোগকারী হোটেলের মালিক মো. শাকিল জানান, আমাদের হোটেলে রাতে দুটি রুম ভাড়া দিয়ে আমি বিশ্রামে যাই। গভীর রাতে হোটেলের স্টাফদের চোখ ফাঁকি দিয়ে ওই রুমে কৌশলে প্রবেশ করে ভিডিও ধারণ করে করে। সকালে আমি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনের কাছে অভিযোগ করি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, একটি হোটেলের রুমে প্রবেশ করে পর্যটকদের জোর করে ছবি তোলার অভিযোগ এলে আমরা তাৎক্ষণিক অভিযুক্ত হালিমের মোবাইল চেক করি।

মোবাইলে ওই ভিডিও পাওয়া যায়। পরে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসি। তিনি আরও বলেন, আমরা পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছি। এ ধরনের অপরাধীদের জন্য এটি একটি বার্তা, যাতে এমন দুঃসাহস আর কেউ না দেখায়।

বাউফলে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

১৫ অক্টোবর, ২০২৫ ১৬:০৫

প্রিন্ট এন্ড সেভ

 বাউফলে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে আরিফ হোসেন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজার সংলগ্ন বুলু গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতর বাবা সোহাগ হোসেন হাওলাদার বলেন, সকালে আরিফ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান তারা।

দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনাটি এখনও জানা যায়নি, খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.