সারাদেশ

কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:০১

প্রিন্ট এন্ড সেভ

কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। 

আজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহুয়া চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার আমির ও গোপালগঞ্জ -৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক রেজাউল করিম, কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: সোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার হাওলাদার, সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মহিবুল্লাহ, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আক্তার দাড়িয়া, জামায়াত নেতা শাহাদাৎ হোসেন বক্তব্য রাখেন।

জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির লক্ষে সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় পিআর পদ্বতিসহ ৫দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।

পিআর পদ্বতিতে নির্বাচন হলে বাংলাদেশে আর কোন দিন স্বৈরাচারকে দেখা যাবে না। পিআর পদ্বতিতে নির্বাচন হলে ভোট কেনার জন্য কালো টাকার ছড়াছড়ি হবে না। সরকারি দল যা ইচ্চা তা করতে পারবে না। এ জন্য আমরা বলছি পিআরের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে পিআর পদ্ধতি ছাড়া কোন নির্বাচন  করতে দেওয়া হবে না। 

আরও পড়ুন:

ছাগল চুরি, চোরের হেদায়েতের জন্য মসজিদে মিলাদ

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৩৮

প্রিন্ট এন্ড সেভ

ছাগল চুরি, চোরের হেদায়েতের জন্য মসজিদে মিলাদ

ফরিদপুরের মধুখালীতে ছাগল চোরের হেদায়েতের জন্য চুরির দুই মাস পর মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন এক ছাগলের মালিক। চোরকে খুঁজে বের করা বা আইনি ব্যবস্থার চেষ্টা না করে চোরের হেদায়েতের জন্য গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

চুরি যাওয়া ওই ছাগলের মালিকের নাম আলামিন জমাদ্দার ওরফে সবুজ (৩৬)। তিনি মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আবুল কাশেম জমাদ্দারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ওই গ্রামের বাসিন্দা আলামিন জমাদ্দারের দুটি ছাগল চুরি হয়ে যায়। এখনো ছাগল দুটি উদ্ধার হয়নি। তবে এ ব্যাপারে তিনি মধুখালী থানায় কোন অভিযোগ না করে নিজে চুরি যাওয়া ছাগল খোঁজাখুঁজি করেন। চুরি যাওয়া ছাগলের খোঁজ না পেয়ে আজ শুক্রবার তিনি চোরের হেদায়েতের জন্য মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে এলাকার আলামিন জমাদ্দার বাড়ির পাশের মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এলাকাবাসী সুত্রে জানা গেছে, ছাগল দুটি চুরির পর ছাগলের মালিক দুশ্চিন্তায় পড়লেও পরে তিনি ভিন্নধর্মী চিন্তা করেন।

তার বিশ্বাস, মানুষ কখনো অভাবে আবার কখনো লোভের কারণে অপরাধে জড়িয়ে পড়ে। তাই চোরের প্রতি শত্রুতা না করে বরং আল্লাহর কাছে দোয়া করা উচিত, যাতে সে তার ভুল বুঝতে পারে এবং সঠিক পথে ফিরে আসে।

চোরের হেদায়েতের জন্য এ মিলাদ মাহফিল আয়োজন উপলক্ষে এলাকায় মাইকিং করে গ্রামবাসীকে মিলাদ ও দোয়া মাহফিলের আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদরাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশ নেন। পরে উপস্থিতিদের তোবারক হিসেবে তেহারি পরিবেশন করা হয়।

ছাগলের মালিক আলামিন জমাদ্দার বলেন, চোর হয়তো অভাবে কিংবা লোভের বশবর্তী হয়ে চুরির মতো অপরাধে জড়িয়েছে। আমি যদি তাকে নিয়ে খারাপ মন্তব্য করি তবে আমার আর তার মধ্যে পার্থক্য থাকলো কোথায়। আমি চাই সে তার ভুল বুঝতে পেরে এই চুরির পথ থেকে ফিরে আসুক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া বলেন, আলামিন ঢাকায় নাটক করে। দুই মাস আগে তার ছাগল চুরি হয়েছিল। আজ কি মনে করে সে ছাগল চোরের হেদায়েতের জন্য মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করলো তা জানি না।

প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৫৫

প্রিন্ট এন্ড সেভ

প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

মুন্সীগঞ্জে ১০ বছরের সংসারে দুই সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন স্ত্রী। এ ঘটনার পর অভিমানে আরেকটি বিয়ে করে হেলিকপ্টারে নতুন বউ নিয়ে এলেন স্বামী।

বিষয়টি এলাকাবাসীকে জানান দিতেই হেলিকপ্টার ভাড়া করেন ওই স্বামী। আর হেলিকপ্টারে চড়ে বর-কনের আগমন দেখতে ঘটনাস্থলে ভিড় জমান এলাকাবাসী। শুক্রবার (২৬ সেস্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সঙ্গে ছিল আগের ঘরের এক মেয়েও।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে ওই গ্রামের সার্ভেয়ার কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় সাথী আক্তার নামের এক নারীর। সেই ঘরে তাদের দুই কন্যা সন্তান রয়েছে। কিন্তু গত ১০ আগস্ট দুই শিশু সন্তান স্বামীর কাছে রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান কামালের স্ত্রী।

পরে জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন। হঠাৎ এই পারিবারিক ভাঙনে ভেঙে না পড়ে, উল্টো জেদের জেরে বেছে নেন নতুন জীবনের পথ। শুক্রবার দুপুরে ছোট কন্যাকে কোলে নিয়ে হেলিকপ্টারে চেপে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশে, বিয়ে করে নিয়ে আসেন নতুন বউ।

এ বিষয়ে কামাল বলেন, আসলে পুরুষ নির্যাতনের কথা কেউ ভাবে না। আমার অর্থবিত্তের কোনো কমতি ছিল না। কাজের কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতাম। গত আগস্টে হঠাৎ স্ত্রী বাড়ি থেকে চলে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি সে মুন্না নামের এক ছেলের সঙ্গে পালিয়েছে। এই জেদে নতুন বিয়ের সিদ্ধান্ত নিই।

কামাল আরও বলেন, সব জেনে-শুনে আমার নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয়, সন্তানসহ আমার পরিবারের দায়িত্ব নিতেও ইচ্ছে প্রকাশ করে নতুন স্ত্রী। তাই তার জন্য চমক দেখাতেই হেলিকপ্টার ভাড়া করি। আজ নতুন বউ নিয়ে এসেছি। আমি সবার কাছে আমার বাকি জীবনের জন্য দোয়া চাই।

স্থানীয় বাসিন্দা বীপু মাদবর বলেন, বিয়েটি আমাদের গ্রামে হয়েছে। কামালের স্ত্রী অন্যের সঙ্গে দেড় মাস আগে চলে যায়। পড়ে আজ সে হেলিকপ্টারে করে এক মেয়েকে সঙ্গে নিয়ে নতুন স্ত্রী নিয়ে এসেছেন।

এলাকার অনেকেই ধারণা করছেন, ভেতরের কষ্টকে প্রশমিত করতেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন কামাল। যেন সাবেক স্ত্রীকে দেখাতে পারেন, পুরুষের জীবনও থেমে থাকে না।

টঙ্গীবাড়ি থানা পুলিশের ডিএসবির এসআই মনোরঞ্জন বলেন, বিয়ের অনুষ্ঠানে শান্তিপূর্ণভাবে হেলিকপ্টার অবতরণ করেছে। হেলিকপ্টারে বিয়ে দেখতে স্থানীয় লোকজন ওই এলাকায় ভিড় জমান। এটা বরের দ্বিতীয় বিয়ে বলেও জানান তিনি।

বিয়ে বাড়িতে খাবার নিয়ে দ্বন্দ্ব, গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৫

প্রিন্ট এন্ড সেভ

বিয়ে বাড়িতে খাবার নিয়ে দ্বন্দ্ব, গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই

মুন্সীগঞ্জে বিয়ে শেষে নববধূকে নিয়ে ফেরার পথে গাড়ি আটকে জিম্মি করে কনেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে বর একেই বাড়িতে ফিরতে বাধ্য হন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে জেলার সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রকাশ্যে নববধূ ছিনতাইয়ের মতো ঘটনার কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় ব্যক্তিরা জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা ফেরার সময় কয়েকজন মোটরসাইকেলে করে এসে গাড়ির গতিরোধ করেন। পরে নববধূকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মুহূর্তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।

জানা গেছে, বর মুরাদ বেপারী টংগীবাড়ী উপজেলার পুরাশিবির এলাকার মৃত শফি বেপারীর ছেলে। কনে সুমাইয়া আক্তার মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাশতলা এলাকার মো. সুমনের মেয়ে। প্রায় ছয় মাস আগে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। নির্ধারিত দিন অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে নিয়ে আসতে যান বরযাত্রীরা।

এ বিষয়ে বর মুরাদ বলেন, বিয়ের দিন খাবার নিয়ে কনে ও বর পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে নববধূকে নিয়ে ফেরার পথে তার ভাই লোকজন নিয়ে গাড়ি আটকে তাকে জোর করে নামিয়ে নিয়ে যায়।

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.