dreamliferupatolibarisal

সারাদেশ

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

১৬ অক্টোবর, ২০২৫ ১৬:৪০

প্রিন্ট এন্ড সেভ

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

চট্টগ্রামে সিইপিজেড আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। পাশাপাশি যোগ দিয়েছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

বিস্তারিত আসছে...

পুরো কলেজে একজন পরীক্ষার্থী, তবু ফেল

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

১৭ অক্টোবর, ২০২৫ ১৫:১৬

প্রিন্ট এন্ড সেভ

পুরো কলেজে একজন পরীক্ষার্থী, তবু ফেল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পুরো কলেজ মিলে মাত্র একজন পরীক্ষার্থী। সেই পরীক্ষার্থী চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য। ঘটনাটি রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের। ওই কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় মাত্র একজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনাজপুর বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে সেই একমাত্র শিক্ষার্থীটাও অকৃতকার্য। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। অনেকেই বলছেন ওই প্রতিষ্ঠানের এমন করুণ অবস্থার জন্য প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকরা দায়ী।

জানা যায়, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। তবে স্কুল সেকশন এমপিওভুক্ত হলেও কলেজ সেকশন এখনও এমপিওভুক্ত হয়নি। ২০১১ সালে কলেজ শাখা চালু করা হয়। কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ মিলে ১২ জন শিক্ষক থাকলেও এবারের এইচএসসি পরীক্ষায় শুধু মানবিক বিভাগ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বাকি দুই বিভাগে কোনো শিক্ষার্থী ভর্তি ছিল না। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সেই একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য।

এ বিষয়ে কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ বি এম মিজানুর রহমান বলেন, কলেজটি দীর্ঘদিনেও মঞ্জুরিপ্রাপ্ত না হওয়ায় শিক্ষকরা কোনো বেতন পান না। এ জন্য শিক্ষকরা কেউ কলেজে আসে না। শিক্ষার্থী ভর্তির ব্যাপারে তারা কাজ করে না। আমি একাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিবছর আমি নিজের পকেট থেকে টাকা খরচ করছি। এবারও ১ লাখ টাকা খরচ করে ১০৫ জন শিক্ষার্থী ভর্তি করিয়েছি। স্বীকৃতির আশায় এত কিছু করলাম তাও লাভ হচ্ছে না। তবে আমাদের স্কুল সেকশনের ফলাফল বরাবরই ভালো।

তিনি বলেন, এবারের এইচএসসির রেজাল্টের যে অবস্থা তা আমাদের জন্য সত্যিই লজ্জাজনক। তবে সামনের বছর থেকে আমরা অবশ্যই ভালো করবো। কেননা এবার আমরা অনেকে শিক্ষার্থী ভর্তি করেছি। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি ও রেজাল্টের মান ভালো করতে যা যা করা দরকার তা করব। তবে কলেজটিকে যদি স্বীকৃতি প্রদান করা হয় তাহলে এ অবস্থা থেকে সহজেই উত্তরণ সম্ভব। শিক্ষকরাও বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে। তারা বেতন পেলে অবশ্যই শিক্ষার্থীদের বিষয়ে আন্তরিক হবেন।

বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব নজরুল ইসলাম হক্কানী বলেন, করোনার ভাইরাস, দীর্ঘদিন ধরে চলা আন্দোলন সংগ্রামের কারনে শিক্ষার্থীরা ট্রমাটাইজ ছিল। তারা পড়াশোনা থেকে দূরে ছিল। ক্লাসের গ্যাপ ছিল, সেই গ্যাপটা পূরণ হয়নি। এবারই প্রথম অটোপাসের বাইরে গিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এ জন্য এবার পাসের হার কম। এখান থেকে শিক্ষা নিতে। নিয়মিত ক্লাস করতে হবে। কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের এই অবস্থা দুঃখজনক। ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকাবাসীকে অ্যাক্টিভ হতে হবে, আন্তরিক হতে হবে। তাহলে এই অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল বলেন, এবার সারা দেশের পাসের হার কম। কেননা সরকার আগের অবস্থার চেয়ে একটা পরিবর্তন এনেছে। আগের মতে গণহারে পাস, এ বিষয়টি সরকার পছন্দ করছে না। মূলত মানসম্পন্ন নিয়ে সবাই পাস করুক, সেভাবে একটা মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। এটা ঠিক পড়াশোনার গুণগত মান উন্নত হয়নি। এগুলো নিয়ে আমরা কাজ করব।

তিনি বলেন, কান্দিরহাট কলেজটি যেহেতু মঞ্জুরি পায়নি, তাই হয়তো তারা শিক্ষার্থী পায় না। বেতন না পেলে শিক্ষকরা তো ভালো শিক্ষা দেবেন না এটাই স্বাভাবিক। তবুও তারা যেহেতু একটা ভিশন নিয়ে যাত্রা শুরু করেছে, তাদেরকে আমাদের সাহায্য করতে হবে। শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানটির এ সংকট থেকে উত্তরণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ বছর দিনাজপুর বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৫ হাজার ৯২১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন, ফেল করেছে ৪৫ হাজার ৩৯ জন। এ বছর পাসের হার ৫৭ দশমিক ৫ শতাংশ এবং ফেল ৪২ দশমিক ৫ শতাংশ। এবার এ বোর্ডের অধীনে মোট ৬৬৬টি কলেজের মধ্যে ৪৩টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ২

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

১৭ অক্টোবর, ২০২৫ ১৪:৪৫

প্রিন্ট এন্ড সেভ

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ২

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০-১২ জন যাত্রী।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসটি সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্ট অতিক্রমের পর পাহাড়ি ঢাল নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুইজন নিহত হন। এ সময় বাসের অন্তত ১০–১২ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, রাঙামাটির বাঘাইছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম এখনো চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

সুষ্ঠু নির্বাচনের লক্ষে পিআর পদ্ধতির বিকল্প নাই

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

১৭ অক্টোবর, ২০২৫ ১৩:৪৯

প্রিন্ট এন্ড সেভ

সুষ্ঠু নির্বাচনের লক্ষে পিআর পদ্ধতির বিকল্প নাই

বাংলাদেশ মজলিসুল মোফাসসীরিন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা আব্দুল হামিদ বলেছেন, এ দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষে পিআর পদ্ধতির বিকল্প নাই।দেশের ৩১ টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানে একমত হয়েছে।পিআর পদ্ধতিতে নির্বাচনে হলে সকল দলের আংশ গ্রহনে একটি উর্বর শক্তিশালী সংসদ হবে বলে আমি বিশ্বাস করি।

আজ শুক্রবার স্থানীয় শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ওলামা মাশায়েক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামীতে এ দেশে আল্লাহর আইন কায়েম ও সৎ লোকের  শাসন প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আমীর সোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওলামা মাশায়েক সম্মেলনে গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রেজাউল করীম,সেক্রেটারি আল মাসুদ খান,কোটালীপাড়া শাখার নায়েবে আমীর মিজানুর রহমান সেকেন্দার, মাওলানা আবুল বাশার,মাওলানা আনোয়ারুল ইসলাম,মাওলানা সাদ আহম্মেদ,মাওলানা মামুনুর রশিদ, মাওলানা ওমর ফারুক,মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বক্তব্য রাখেন।

গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল মাসুদ খান বলেন, দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক।অন্যায় অপরাধ প্রতিরোধ করে দেশে ন্যায় প্রতিষ্ঠার লক্ষে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.