১৬ আগস্ট, ২০২৫ ১৮:৫৮
বরিশালে স্বর্ণের চেইন ছিনতাইকালে আঞ্জুমান (৪৫) নামে এক নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।
আটকদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বলে জানা গেছে। গৌরনদী পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ এলাকার বাসিন্দা ভুক্তভোগী মাহেন্দ্রা যাত্রী মাসুদা আক্তার অভিযোগ করে বলেন, গৌরনদী থেকে মাহেন্দ্রা যোগে কাসেমাবাদ যাচ্ছিলাম।
পথে ওই মাহেন্দ্রায় চার নারী ওঠে। তারা কৌশলে আমার গলার স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। এ সময় তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও আঞ্জুমান নামে ওই নারীকে আটক করে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আটক নারী ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত এবং অভিযোগকারী নারী দুজনই থানায় আছেন। এ বিষয়ে ভুক্তভোগী নারীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। সে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশালে স্বর্ণের চেইন ছিনতাইকালে আঞ্জুমান (৪৫) নামে এক নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।
আটকদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বলে জানা গেছে। গৌরনদী পৌর এলাকার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ এলাকার বাসিন্দা ভুক্তভোগী মাহেন্দ্রা যাত্রী মাসুদা আক্তার অভিযোগ করে বলেন, গৌরনদী থেকে মাহেন্দ্রা যোগে কাসেমাবাদ যাচ্ছিলাম।
পথে ওই মাহেন্দ্রায় চার নারী ওঠে। তারা কৌশলে আমার গলার স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। এ সময় তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও আঞ্জুমান নামে ওই নারীকে আটক করে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আটক নারী ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত এবং অভিযোগকারী নারী দুজনই থানায় আছেন। এ বিষয়ে ভুক্তভোগী নারীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। সে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৭ আগস্ট, ২০২৫ ০১:২৯
১৬ আগস্ট, ২০২৫ ২০:৫৪
১৬ আগস্ট, ২০২৫ ২০:৩১
১৬ আগস্ট, ২০২৫ ২০:২৩
১৭ আগস্ট, ২০২৫ ০১:২৯
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিম রহমান বলেছেন, 'গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। বাংলার মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। অথচ সেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন নিয়ে তালবাহানা সহ্য করা হবে না। বিএনপি'র নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।' শনিবার (১৬ আগস্ট) বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি'র ৩১ দফা কর্মসূচির সমর্থনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস.এম শফিউল আজম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বেগম সেলিমা রহমান আরও বলেন, 'আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়তে চান। যেখানে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। সেই লক্ষ্যে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতকল্পে ঐতিহাসিক ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফায় দেশের সকল শ্রেণিপেশার মানুষের অধিকার রক্ষার কথা বলা হয়েছে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের বেকারত্ব দূর হবে, আইনের শাসন ও বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন হবে, দেশে সুশাসন ফিরে আসবে এবং জনগণের সত্যিকারের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে। সর্বোপরি বাংলাদেশ স্বনির্ভর হবে। তাই তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।'
বিএনপি'র ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশেষ অতিথির বক্তৃতাকালে তিনি বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে যখন ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তখন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ বাঁচাতে লন্ডনে বসে ঐতিহাসিক ৩১ দফা ঘোষণা করেন। বর্তমান অন্তর্বর্তী সরকার ১১টি সংস্কার কমিশন গঠনের মাধ্যমে যেসকল সংস্কার প্রস্তাব এনেছেন তার প্রায় সবগুলোই তারেক রহমানের ৩১ দফার মধ্যে রয়েছে। বিগত স্বৈরাচারী সরকার শুধু মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়নি, বরং দেশের সমগ্র নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে। ঘোষিত ৩১ দফায় নির্বাচন ব্যবস্থা সংস্কার, ভোটাধিকার রক্ষা, আইনের সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের জীবনমানের উন্নয়নের পূর্নাঙ্গ কর্মপরিকল্পনা রয়েছে। তাই ৩১ বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। নতুন বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণ করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।'
জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাখাওয়াতের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপি'র সদস্য ও বাবুগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, মুলাদী উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, বরিশাল জেলা কৃষকদলের আহবায়ক মহসিন আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিপন, বাবুগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মজনু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এইচ.এম রিয়াজ মাহমুদ, উপজেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান রতন তালুকদার, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এনামুল হক বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য পারভেজ মৃধা, মাধবপাশা ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরদার, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিলন খান, কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিল্টন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন মেম্বার প্রমুখ।
উল্লেখ্য, শনিবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে ওই মতবিনিময় সভা উপলক্ষ্যে দুপুর থেকেই আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খন্ডখন্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে। হাজার হাজার নেতাকর্মীদের পদচারণায় ওই মতবিনিময় সভাটি একপর্যায়ে জনসভায় রূপ নেয়। মুলাদীর সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের নেতৃত্বে মুলাদী উপজেলা থেকেও ট্রলারযোগে এবং সড়কপথে বিপুল সংখ্যক নেতাকর্মী ওই সমাবেশে অংশগ্রহণ করেন। এসময় বাবুগঞ্জের কৃতি সন্তান পাকিস্তান পার্লামেন্টের সাবেক স্পিকার আবদুল জব্বার খানের মেয়ে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং বাবুগঞ্জের স্বনামধন্য আইনজীবী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। #
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিম রহমান বলেছেন, 'গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। বাংলার মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। অথচ সেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন নিয়ে তালবাহানা সহ্য করা হবে না। বিএনপি'র নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।' শনিবার (১৬ আগস্ট) বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি'র ৩১ দফা কর্মসূচির সমর্থনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস.এম শফিউল আজম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বেগম সেলিমা রহমান আরও বলেন, 'আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়তে চান। যেখানে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। সেই লক্ষ্যে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতকল্পে ঐতিহাসিক ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফায় দেশের সকল শ্রেণিপেশার মানুষের অধিকার রক্ষার কথা বলা হয়েছে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের বেকারত্ব দূর হবে, আইনের শাসন ও বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন হবে, দেশে সুশাসন ফিরে আসবে এবং জনগণের সত্যিকারের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে। সর্বোপরি বাংলাদেশ স্বনির্ভর হবে। তাই তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।'
বিএনপি'র ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশেষ অতিথির বক্তৃতাকালে তিনি বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে যখন ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তখন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ বাঁচাতে লন্ডনে বসে ঐতিহাসিক ৩১ দফা ঘোষণা করেন। বর্তমান অন্তর্বর্তী সরকার ১১টি সংস্কার কমিশন গঠনের মাধ্যমে যেসকল সংস্কার প্রস্তাব এনেছেন তার প্রায় সবগুলোই তারেক রহমানের ৩১ দফার মধ্যে রয়েছে। বিগত স্বৈরাচারী সরকার শুধু মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়নি, বরং দেশের সমগ্র নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে। ঘোষিত ৩১ দফায় নির্বাচন ব্যবস্থা সংস্কার, ভোটাধিকার রক্ষা, আইনের সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের জীবনমানের উন্নয়নের পূর্নাঙ্গ কর্মপরিকল্পনা রয়েছে। তাই ৩১ বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। নতুন বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণ করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।'
জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাখাওয়াতের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপি'র সদস্য ও বাবুগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, মুলাদী উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, বরিশাল জেলা কৃষকদলের আহবায়ক মহসিন আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিপন, বাবুগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মজনু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এইচ.এম রিয়াজ মাহমুদ, উপজেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান রতন তালুকদার, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এনামুল হক বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য পারভেজ মৃধা, মাধবপাশা ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরদার, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিলন খান, কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিল্টন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন মেম্বার প্রমুখ।
উল্লেখ্য, শনিবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে ওই মতবিনিময় সভা উপলক্ষ্যে দুপুর থেকেই আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খন্ডখন্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে। হাজার হাজার নেতাকর্মীদের পদচারণায় ওই মতবিনিময় সভাটি একপর্যায়ে জনসভায় রূপ নেয়। মুলাদীর সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের নেতৃত্বে মুলাদী উপজেলা থেকেও ট্রলারযোগে এবং সড়কপথে বিপুল সংখ্যক নেতাকর্মী ওই সমাবেশে অংশগ্রহণ করেন। এসময় বাবুগঞ্জের কৃতি সন্তান পাকিস্তান পার্লামেন্টের সাবেক স্পিকার আবদুল জব্বার খানের মেয়ে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং বাবুগঞ্জের স্বনামধন্য আইনজীবী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। #
১৬ আগস্ট, ২০২৫ ২০:১৭
চার দিনে ৯৫ টি অচল মেশিন সচল করে বাজিমাত করে দিলেন শেবাচিম পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একে এম মশিউর মুনীর। তিনি ১ টি এনজিওগ্রাম, সিটি-স্ক্যান, এক্সরে লেসিক, ওসিটি, লিথোরিপটর এবং এন্ডোসকপিসহ নানা ধরনের ২০ টি মেশিন সচল করার উদ্যোগ নিয়েছেন।
পরিচালকের বিশেষ অনুরোধে গত সপ্তাহে নিমিউ এন্ড টিসি থেকে ৫ সদস্যের কারিগরি টিম শেবাচিম হাসপাতালে আসে। তারা সব মেশিন সরোজমিনে পর্যবেক্ষণ করেন। পরে হাসপাতালের নিজস্ব টেকনিশিয়ান এবং নিমিউ এন্ড টিসি থেকে আগত ২ জন টেকনিশিয়ান মিলিয়ে একটা টিম তৈরি করেন পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর। তাদেরই একান্ত চেষ্টায় দীর্ঘদিন ধরে অচল থাকা বিভিন্ন সেবামূলক ৯৫ টি মেশিন মাত্র ৪ দিনে সচল হয়ে ওঠে। যাতে করে বৃষ্টি পায় সেবার মান।
কারিগরি টিমের সদস্য প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, গত ৪ দিনে আমরা ৬ টি অ্যানস্থেসিয়া মেশিন, ২৫ টি সাকশন মেশিন, ১০ টি আইসিইউ ভেন্টিলেটর, ৫ টি অটোক্লেভ, ১ টি সি-আর্ম মেশিন, ২ টি মনিটর, ৮ টি OT টেবিল, ৫ টি ব্লাড ব্যাংক রেফ্রিজেরেটর, ১০ টি হই-ফ্রো নাসাল ক্যানুলা, ৫ টি আইসিইউ বেড, ৬ টি OT লাইট, ২ টি ডায়াথার্মি মেশিন, ৪ টি ইসিজি মেশিন ও ১ একটি এক্সরে মেশিনসহ ৯৫ টি বিভিন্ন ধরনের সেবামূলক মেশিন সার্ভিসিং করে সচল করা হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালে একটি ইকো, কার্ডিয়াক, কার্ডিয়া মনিটর, ইসিজি ক্যাথল্যাব, সিটি স্ক্যান, চোখের লেসিক, চোখের ফ্যাকো, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি, ইউরোলজি লিথোরিপটর আর একটি সি আর, ২ টি এক্সরে, এন্ডোসকপি মেশিন, মেরামতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
অতিদ্রুত সেগুলো মেরামত করে রোগীদের সেবার কাজে ব্যবহার করা হবে। সাধারণ রোগীদের সাথে এই বিষয়ে কথা বল্লে তারা জানায় সেবার মান বৃদ্ধি পাওয়ায় তারা খুবই খুশি। স্বল্পমূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা পেয়ে তারা সন্তুষ্ট।’
চার দিনে ৯৫ টি অচল মেশিন সচল করে বাজিমাত করে দিলেন শেবাচিম পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একে এম মশিউর মুনীর। তিনি ১ টি এনজিওগ্রাম, সিটি-স্ক্যান, এক্সরে লেসিক, ওসিটি, লিথোরিপটর এবং এন্ডোসকপিসহ নানা ধরনের ২০ টি মেশিন সচল করার উদ্যোগ নিয়েছেন।
পরিচালকের বিশেষ অনুরোধে গত সপ্তাহে নিমিউ এন্ড টিসি থেকে ৫ সদস্যের কারিগরি টিম শেবাচিম হাসপাতালে আসে। তারা সব মেশিন সরোজমিনে পর্যবেক্ষণ করেন। পরে হাসপাতালের নিজস্ব টেকনিশিয়ান এবং নিমিউ এন্ড টিসি থেকে আগত ২ জন টেকনিশিয়ান মিলিয়ে একটা টিম তৈরি করেন পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর। তাদেরই একান্ত চেষ্টায় দীর্ঘদিন ধরে অচল থাকা বিভিন্ন সেবামূলক ৯৫ টি মেশিন মাত্র ৪ দিনে সচল হয়ে ওঠে। যাতে করে বৃষ্টি পায় সেবার মান।
কারিগরি টিমের সদস্য প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, গত ৪ দিনে আমরা ৬ টি অ্যানস্থেসিয়া মেশিন, ২৫ টি সাকশন মেশিন, ১০ টি আইসিইউ ভেন্টিলেটর, ৫ টি অটোক্লেভ, ১ টি সি-আর্ম মেশিন, ২ টি মনিটর, ৮ টি OT টেবিল, ৫ টি ব্লাড ব্যাংক রেফ্রিজেরেটর, ১০ টি হই-ফ্রো নাসাল ক্যানুলা, ৫ টি আইসিইউ বেড, ৬ টি OT লাইট, ২ টি ডায়াথার্মি মেশিন, ৪ টি ইসিজি মেশিন ও ১ একটি এক্সরে মেশিনসহ ৯৫ টি বিভিন্ন ধরনের সেবামূলক মেশিন সার্ভিসিং করে সচল করা হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালে একটি ইকো, কার্ডিয়াক, কার্ডিয়া মনিটর, ইসিজি ক্যাথল্যাব, সিটি স্ক্যান, চোখের লেসিক, চোখের ফ্যাকো, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি, ইউরোলজি লিথোরিপটর আর একটি সি আর, ২ টি এক্সরে, এন্ডোসকপি মেশিন, মেরামতের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
অতিদ্রুত সেগুলো মেরামত করে রোগীদের সেবার কাজে ব্যবহার করা হবে। সাধারণ রোগীদের সাথে এই বিষয়ে কথা বল্লে তারা জানায় সেবার মান বৃদ্ধি পাওয়ায় তারা খুবই খুশি। স্বল্পমূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা পেয়ে তারা সন্তুষ্ট।’
১৬ আগস্ট, ২০২৫ ১৯:১৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে র্যালির আয়োজন করা হয়।
রঙিন পোশাকে সজ্জিত শিক্ষার্থী, শিক্ষক ও ভক্তরা শঙ্খধ্বনি, ঢোল-করতাল এবং ভক্তিমূলক সঙ্গীতের মাধ্যমে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করেন।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে ৩নং গেট হয়ে বরিশাল–পটুয়াখালী মহাসড়ক ও ভোলা রোড প্রদক্ষিণ করে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পুরো পথজুড়ে ভক্তরা কীর্তন ও “হরে কৃষ্ণ, হরে রাম” ধ্বনিতে মুখরিত করে তোলেন পরিবেশ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ভক্তদের ন্যায়ের পথে চলতে এবং ধর্ম প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে র্যালির আয়োজন করা হয়।
রঙিন পোশাকে সজ্জিত শিক্ষার্থী, শিক্ষক ও ভক্তরা শঙ্খধ্বনি, ঢোল-করতাল এবং ভক্তিমূলক সঙ্গীতের মাধ্যমে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করেন।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে ৩নং গেট হয়ে বরিশাল–পটুয়াখালী মহাসড়ক ও ভোলা রোড প্রদক্ষিণ করে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পুরো পথজুড়ে ভক্তরা কীর্তন ও “হরে কৃষ্ণ, হরে রাম” ধ্বনিতে মুখরিত করে তোলেন পরিবেশ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ভক্তদের ন্যায়ের পথে চলতে এবং ধর্ম প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.