
০১ জানুয়ারি, ২০২৬ ২০:৪২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের যাচাই-বাছাইতে ৯ প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরের ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাইতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. মহিবুল্ল্যাহ খোকন ও স্বতন্ত্র প্রার্থী তাছলিমা বেগম।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এতে ৯ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এবং ১ শতাংশ ভোটার সমর্থন থেকে ১০ জনকে দৈবচয়ন করে সঠিক না পাওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এদিকে ভোলা-২ আসনের ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির প্রার্থী মো. হাফিজ ইব্রাহীম, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিন্টু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিতের প্রার্থী মো. আব্দুস সালাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মো. মোকফার উদ্দিন চৌধুরী, আমজনতার দলের প্রার্থী মো. আলাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. জাকির হোসেন খন্দকার, মহিবুল্ল্যাহ খোকন ও তাছলিমা বেগম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের যাচাই-বাছাইতে ৯ প্রার্থীর মধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরের ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাইতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. মহিবুল্ল্যাহ খোকন ও স্বতন্ত্র প্রার্থী তাছলিমা বেগম।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এতে ৯ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এবং ১ শতাংশ ভোটার সমর্থন থেকে ১০ জনকে দৈবচয়ন করে সঠিক না পাওয়ায় দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এদিকে ভোলা-২ আসনের ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির প্রার্থী মো. হাফিজ ইব্রাহীম, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিন্টু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিতের প্রার্থী মো. আব্দুস সালাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মো. মোকফার উদ্দিন চৌধুরী, আমজনতার দলের প্রার্থী মো. আলাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. জাকির হোসেন খন্দকার, মহিবুল্ল্যাহ খোকন ও তাছলিমা বেগম।
০৩ জানুয়ারি, ২০২৬ ০২:১০
০২ জানুয়ারি, ২০২৬ ২১:১০
০২ জানুয়ারি, ২০২৬ ২০:১৩
০২ জানুয়ারি, ২০২৬ ১৭:৪০

০২ জানুয়ারি, ২০২৬ ১৭:০৮
ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ এমভি দিলোয়ারা-৩ নামে একটি কাঠের ট্রলার ডুবে গেছে। তবে এ সময় ট্রলারের মাঝিসহ সাতজন শ্রমিক নিরাপদে তীরে উঠে আসেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
ট্রলারে থাকা মাঝি ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে লবণ নিয়ে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশে রওনা করেন। রাতে ঘন কুয়াশার কারণে ভোলার মেঘনা নদীতে অন্যান্য কার্গো জাহাজের সঙ্গে তাদের লবণবোঝাই ট্রলারটিও মাঝ নদীতে নোঙ্গর করে রাখেন। ভোর রাতের দিকে অজ্ঞাত একটি কার্গো জাহাজ ট্রলারটির পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরবর্তীতে তারা দেখতে পান তাদের ট্রলারে পানি ডুকছে এবং বোটের প্রায় ৯৫ ভাগ ডুবে যায়। পরবর্তীতে বোটে থাকা মাঝিসহ অন্যান্য শ্রমিকরা নৌকায় উঠে তীরে চলে আসেন।
ক্ষতিগ্রস্ত ট্রলারের মাঝি মো. বিল্লাল হোসাইন বলেন, বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ৩০০ মণ লবণ বোঝাই করে চট্টগ্রাম চ্যানেল দিয়ে ভোলার মেঘনা নদী হয়ে খুলনা যাওয়ার পথে আমাদের ট্রলারটিকে একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। এতে ট্ররারটির একপাশ ফেঁটে যায় এবং পরবর্তীতে বোটটি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহত না হলেও আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভোলা সদরের ইলিশা নৌ-থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি।
ট্রলারটি বর্তমানে তুলাতুলি নদীর তীরের কাছাকাছি রয়েছে। ট্রলারে থাকা লবণ গলে পানির সঙ্গে মিশে গেছে। বর্তমানে ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ এমভি দিলোয়ারা-৩ নামে একটি কাঠের ট্রলার ডুবে গেছে। তবে এ সময় ট্রলারের মাঝিসহ সাতজন শ্রমিক নিরাপদে তীরে উঠে আসেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
ট্রলারে থাকা মাঝি ও শ্রমিকরা জানান, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে লবণ নিয়ে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশে রওনা করেন। রাতে ঘন কুয়াশার কারণে ভোলার মেঘনা নদীতে অন্যান্য কার্গো জাহাজের সঙ্গে তাদের লবণবোঝাই ট্রলারটিও মাঝ নদীতে নোঙ্গর করে রাখেন। ভোর রাতের দিকে অজ্ঞাত একটি কার্গো জাহাজ ট্রলারটির পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরবর্তীতে তারা দেখতে পান তাদের ট্রলারে পানি ডুকছে এবং বোটের প্রায় ৯৫ ভাগ ডুবে যায়। পরবর্তীতে বোটে থাকা মাঝিসহ অন্যান্য শ্রমিকরা নৌকায় উঠে তীরে চলে আসেন।
ক্ষতিগ্রস্ত ট্রলারের মাঝি মো. বিল্লাল হোসাইন বলেন, বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ৩০০ মণ লবণ বোঝাই করে চট্টগ্রাম চ্যানেল দিয়ে ভোলার মেঘনা নদী হয়ে খুলনা যাওয়ার পথে আমাদের ট্রলারটিকে একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। এতে ট্ররারটির একপাশ ফেঁটে যায় এবং পরবর্তীতে বোটটি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহত না হলেও আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভোলা সদরের ইলিশা নৌ-থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি।
ট্রলারটি বর্তমানে তুলাতুলি নদীর তীরের কাছাকাছি রয়েছে। ট্রলারে থাকা লবণ গলে পানির সঙ্গে মিশে গেছে। বর্তমানে ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

৩১ ডিসেম্বর, ২০২৫ ১৫:৪০
ভোলার লালমোহন উপজেলায় ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করে রিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। মৃত ব্যক্তির নাম আবু বকর ছিদ্দিক (৫১)। তিনি চরফ্যাশন উপজেলার শশীভুষন থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা রাতের আঁধারে রক্তাক্ত মরদেহটি নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে লালমোহন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে দুর্বৃত্তরা তার রিকশায় ওঠেন এবং চালককে হত্যার পর রিকশাটি নিয়ে যান।
লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, নিহতের পেটে এবং পাঁজরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। তার রিকশাটি পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করবেন বলে জানিয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
ভোলার লালমোহন উপজেলায় ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করে রিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। মৃত ব্যক্তির নাম আবু বকর ছিদ্দিক (৫১)। তিনি চরফ্যাশন উপজেলার শশীভুষন থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা রাতের আঁধারে রক্তাক্ত মরদেহটি নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে লালমোহন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে দুর্বৃত্তরা তার রিকশায় ওঠেন এবং চালককে হত্যার পর রিকশাটি নিয়ে যান।
লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, নিহতের পেটে এবং পাঁজরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। তার রিকশাটি পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করবেন বলে জানিয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

৩১ ডিসেম্বর, ২০২৫ ১৪:২৮
ভোলার লালমোহনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. আবু বক্কর (৫৫)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল থেকে আবু বক্করের মরদেহ উদ্ধার করে। পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আবু বক্কর চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওসমান গণি বলির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের বোন জুলেখা বেগম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলেও রাতে আর বাড়ি ফেরেননি আবু বক্কর। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে পরিচয় নিশ্চিত করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ছেলে সুলতান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাকে হত্যা করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।'
ভোলার লালমোহনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. আবু বক্কর (৫৫)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল থেকে আবু বক্করের মরদেহ উদ্ধার করে। পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আবু বক্কর চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওসমান গণি বলির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের বোন জুলেখা বেগম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলেও রাতে আর বাড়ি ফেরেননি আবু বক্কর। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে পরিচয় নিশ্চিত করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ছেলে সুলতান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাকে হত্যা করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।'

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.