
১৮ ডিসেম্বর, ২০২৫ ০০:২৭
রাজধানী ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি তার নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ।
ভদ্র আচরণ, সদালাপী স্বভাব এবং মানুষের উপকারে সবসময় এগিয়ে আসার মানসিকতার কারণে তিনি অল্প সময়েই সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এলাকায় এলে তিনি সবার সঙ্গে মিশতেন এবং সবার খোঁজ-খবর নিতেন। এমনটাই বলছেন তার নিজ এলাকার বাসিন্দারা।
নিজ এলাকার বাসিন্দা রাশিদা বেগম বলেন, ওসমান হাদি খুব ভালো। আমাদের খুব ভালোবাসে, ভালো ব্যবহার করে। হাদির জন্য এমন কেউ নেই যে তার চোখের পানি পড়ে না। তাকে গুলি করেছে এটার আমরা বিচার চাই। হাদি দালানে থাকেন না, ভাঙা একটি টিনের ঘরে থাকত তারা। তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন তা করেননি। তাদের পরিবারে সবাই ভালো।
আরেক বাসিন্দা নাছির খান বলেন, ওসমান হাদি ছোট থেকেই আমাদের এখানে বড় হয়েছে। কখনো আমাদের সঙ্গে খারাপ আচরণ করেনি। সে এলাকায় এলে সবার সাথে মিলেমিশে থাকত, সবার খোঁজখবর নিত। আমরা তার জন্য দোয়া করি দ্রুত আমাদের মাঝে আবার ফিরে আসুক। হাদি যে এতো জনপ্রিয় হবে তা আমরা কল্পনাও করিনি। ও গুলিবিদ্ধ না হলে ঢাকা-৮ আসনের এমপি হতো।
স্থানীয় তরুণ রাকিব হোসেন বলেন, হাদি ভাই এলাকায় এলে আমাদের সঙ্গে খেলাধুলা করত। আমাদের নামাজ পড়ার জন্য উৎসাহ দিতেন। তার ব্যবহারে আমাদের সবাইকে কাছে টেনে নিত। আমরা চাই ওসমান ভাই আমাদের মাঝে আবার ফিরে আসুক। এলাকায় সবার কাছে প্রিয় ওসমান হাদি ভাই।
এদিকে তার বাড়িতে চুরির ঘটনার পর ওই বাড়িসহ আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসমান হাদির গ্রামের বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।
এর আগে গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।’
রাজধানী ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি তার নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও প্রিয় মুখ।
ভদ্র আচরণ, সদালাপী স্বভাব এবং মানুষের উপকারে সবসময় এগিয়ে আসার মানসিকতার কারণে তিনি অল্প সময়েই সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এলাকায় এলে তিনি সবার সঙ্গে মিশতেন এবং সবার খোঁজ-খবর নিতেন। এমনটাই বলছেন তার নিজ এলাকার বাসিন্দারা।
নিজ এলাকার বাসিন্দা রাশিদা বেগম বলেন, ওসমান হাদি খুব ভালো। আমাদের খুব ভালোবাসে, ভালো ব্যবহার করে। হাদির জন্য এমন কেউ নেই যে তার চোখের পানি পড়ে না। তাকে গুলি করেছে এটার আমরা বিচার চাই। হাদি দালানে থাকেন না, ভাঙা একটি টিনের ঘরে থাকত তারা। তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন তা করেননি। তাদের পরিবারে সবাই ভালো।
আরেক বাসিন্দা নাছির খান বলেন, ওসমান হাদি ছোট থেকেই আমাদের এখানে বড় হয়েছে। কখনো আমাদের সঙ্গে খারাপ আচরণ করেনি। সে এলাকায় এলে সবার সাথে মিলেমিশে থাকত, সবার খোঁজখবর নিত। আমরা তার জন্য দোয়া করি দ্রুত আমাদের মাঝে আবার ফিরে আসুক। হাদি যে এতো জনপ্রিয় হবে তা আমরা কল্পনাও করিনি। ও গুলিবিদ্ধ না হলে ঢাকা-৮ আসনের এমপি হতো।
স্থানীয় তরুণ রাকিব হোসেন বলেন, হাদি ভাই এলাকায় এলে আমাদের সঙ্গে খেলাধুলা করত। আমাদের নামাজ পড়ার জন্য উৎসাহ দিতেন। তার ব্যবহারে আমাদের সবাইকে কাছে টেনে নিত। আমরা চাই ওসমান ভাই আমাদের মাঝে আবার ফিরে আসুক। এলাকায় সবার কাছে প্রিয় ওসমান হাদি ভাই।
এদিকে তার বাড়িতে চুরির ঘটনার পর ওই বাড়িসহ আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসমান হাদির গ্রামের বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।
এর আগে গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।’
১৮ ডিসেম্বর, ২০২৫ ১৪:২৯
১৮ ডিসেম্বর, ২০২৫ ১৪:২৬
১৮ ডিসেম্বর, ২০২৫ ১৪:১৭
১৮ ডিসেম্বর, ২০২৫ ১৩:২১

১৮ ডিসেম্বর, ২০২৫ ১২:৪১
ঝালকাঠির নলছিটিতে সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের শিরাবরণ, মাথায় ক্যাপ পরানো, প্রতীক ধারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় বরিশাল–পটুয়াখালী মহাসড়কের পাশে অবস্থিত সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ কমলা রানী রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিজা বেগম, সেবা তত্ত্বাবধায়ক, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন মল্লিক এবং পায়রা নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান শামসুন্নাহার পারভিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ঝালকাঠির নলছিটিতে সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি কোর্সের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের শিরাবরণ, মাথায় ক্যাপ পরানো, প্রতীক ধারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় বরিশাল–পটুয়াখালী মহাসড়কের পাশে অবস্থিত সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ কমলা রানী রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিজা বেগম, সেবা তত্ত্বাবধায়ক, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন মল্লিক এবং পায়রা নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান শামসুন্নাহার পারভিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

১৫ ডিসেম্বর, ২০২৫ ১৩:২৭
জেলার নলছিটিতে ট্রলির ধাক্কায় লিমা আক্তার (৩০) নামে এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
আজ সকাল ১০টায় উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের লক্ষণকাঠি এলাকায় বরিশাল -ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লিমা আক্তার ইশ্বরকাঠি এলাকার ব্যবসায়ী রাজু মল্লিকের স্ত্রী। তাদের ৫ বছর বয়সি ও ২ বছর বয়সি দুটি সন্তান রয়েছে।
নিহত লিমার ভাসুর ইউপি সদস্য পারভেজ মল্লিক জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে ঝালকাঠি আসার সময় পিছন থেকে একটি ট্রলি ধাক্কা দেয়। এতে লিমা আক্তার গুরুতর আহত হন। লিমা আক্তারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলার নলছিটিতে ট্রলির ধাক্কায় লিমা আক্তার (৩০) নামে এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
আজ সকাল ১০টায় উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের লক্ষণকাঠি এলাকায় বরিশাল -ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লিমা আক্তার ইশ্বরকাঠি এলাকার ব্যবসায়ী রাজু মল্লিকের স্ত্রী। তাদের ৫ বছর বয়সি ও ২ বছর বয়সি দুটি সন্তান রয়েছে।
নিহত লিমার ভাসুর ইউপি সদস্য পারভেজ মল্লিক জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে ঝালকাঠি আসার সময় পিছন থেকে একটি ট্রলি ধাক্কা দেয়। এতে লিমা আক্তার গুরুতর আহত হন। লিমা আক্তারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৪ ডিসেম্বর, ২০২৫ ২১:৫০
ঝালকাঠির কাঠালিয়ায় শিক্ষকের চড়ে মিম আক্তার নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। আঘাতে তার নাক ফেটে যায় ও রক্তক্ষরণ হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাসিব কাঠালিয়ার আওরাবুনিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও জাহাঙ্গীরের ছেলে।
আহত মিম ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে।
জানা গেছে, প্রাইভেট পড়তে গেলে পড়া না পারার কারণে অভিযুক্ত শিক্ষক হাসিব ছাত্রীর কান ধরে টেবিলের সঙ্গে আঘাত করে। এতে মিম আক্তারের নাক ফেটে যায় এবং কানে জখম হয়। তার পরেও ক্ষ্যান্ত না হয়ে লাঠি এনে তাকে আরও মারধর করে। পরে তাকে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত ছাত্রী মিম আক্তার ও তার বাবা আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, শিক্ষক অমানবিক আচরণ করেছেন এবং শারীরিকভাবে গুরুতর আঘাত করা হয়েছে। তারা দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠির কাঠালিয়ায় শিক্ষকের চড়ে মিম আক্তার নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। আঘাতে তার নাক ফেটে যায় ও রক্তক্ষরণ হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাসিব কাঠালিয়ার আওরাবুনিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও জাহাঙ্গীরের ছেলে।
আহত মিম ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের মেয়ে।
জানা গেছে, প্রাইভেট পড়তে গেলে পড়া না পারার কারণে অভিযুক্ত শিক্ষক হাসিব ছাত্রীর কান ধরে টেবিলের সঙ্গে আঘাত করে। এতে মিম আক্তারের নাক ফেটে যায় এবং কানে জখম হয়। তার পরেও ক্ষ্যান্ত না হয়ে লাঠি এনে তাকে আরও মারধর করে। পরে তাকে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত ছাত্রী মিম আক্তার ও তার বাবা আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, শিক্ষক অমানবিক আচরণ করেছেন এবং শারীরিকভাবে গুরুতর আঘাত করা হয়েছে। তারা দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.