https://ashiyangroup.com/

খেলাধুলা

এনসিএল খেলা চলাকালে স্ট্রোক করে মারা গেলেন বরিশালের ফিজিও

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

২৭ অক্টোবর, ২০২৫ ১৬:০৬

প্রিন্ট এন্ড সেভ

এনসিএল খেলা চলাকালে স্ট্রোক করে মারা গেলেন বরিশালের ফিজিও

খুলনা-বরিশালের মধ্যকার এনসিএলের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করেছে।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ৪৭ বছর বয়সী এই ফিজিও আজ খুলনায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালীন তৃতীয় দিনের খেলায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যুবরণ করেন।

বিবৃতিতে আরও জানায়, হাসান আহমেদ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস-এর (বিআরসিটিভি) প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।

হাসান আহমেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি। মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ দল। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। এ ছাড়া এনসিএলের চলমান ম্যাচগুলোর চতুর্থ দিনে অংশ নেওয়া দলগুলোও কাল হাসান আহমেদের প্রতি শ্রদ্ধা জানাবে।

আরও পড়ুন:

বৃষ্টির বাধায় বরিশাল-চট্টগ্রাম ম্যাচ

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

০৪ নভেম্বর, ২০২৫ ১৩:১৭

প্রিন্ট এন্ড সেভ

বৃষ্টির বাধায় বরিশাল-চট্টগ্রাম ম্যাচ

বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে বরিশাল বিভাগ-চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচে তৃতীয় দিন মাত্র ১৫ ওভার খেলা হয়েছে।

কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামের ৩৫৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪০ ওভারে ২ উইকেটে ১১৫ রান করেছিল বরিশাল। ওপেনার জাহিদুজ্জামান ১৩ ও সালমান হোসেন ইমন ৪৭ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন ১৫ ওভার খেলা হয়। এই ১৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫১ রান যোগ করতে পারে বরিশাল। ৫৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করেছে তারা। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ১৯২ রানে পিছিয়ে বরিশাল জাহিদুজ্জামান ৩২ ও সালমান ৭৫ রানে অপরাজিত আছেন।

চট্টগ্রামের এনামুল হক ও নাইম হাসান ১টি করে উইকেট নেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে থাকছে না ‘ফরচুন বরিশাল’

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

২৭ অক্টোবর, ২০২৫ ২৩:০৫

প্রিন্ট এন্ড সেভ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে থাকছে না ‘ফরচুন বরিশাল’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি হতে সোমবার পর্যন্ত আগ্রহ দেখিয়েছে মাত্র দুটি কোম্পানি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের জানান, এসএস গ্রুপ কাগজপত্র জমা দিয়েছে কুমিল্লা ফাইটার্স নামে। আবেদনের সঙ্গে দুই কোটি টাকার পে অর্ডার দিয়েছে তারা।

রিমার্ক হারল্যানের ঢাকা ক্যাপিটালসও ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহ প্রকাশ করে আবেদন জমা দিয়েছে সোমবার। ফ্র্যাঞ্চাইজি ফি দুই কোটি টাকার পে অর্ডার ছাড়া রাজশাহী থেকে একটি প্রতিষ্ঠান আবেদন জমা দিতে এলে বিপিএল গভর্নিং কাউন্সিল তা গ্রহণ করেনি।

মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন করা যাবে। রাতে নাভানা টাওয়ারে সভা শেষে সংবাদ সংম্মেলন করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। মঙ্গলবার শেষদিন বেশ কয়েকটি প্রতিষ্ঠান আবেদন জমা দিতে পারে বলে জানা গেছে। এর মধ্যে আছে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স।

তবে আসন্ন আসরে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল থাকছে না। আর্থিক কারণে বর্তমান স্লটে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখাচ্ছে না ফরচুন শুজের মালিক মিজানুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজেদের অবস্থান ব্যাখ্যাও করেছেন তিনি। সোমবার মিজানুর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই মুহূর্তে বিপিএলে থাকা সম্ভব হবে না।’

চট্টগ্রাম থেকে একটি বড় গ্রুপ ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ দেখিয়েছে বলে জানায় বিপিএল গভর্নিং কাউন্সিলের একজন কর্মকর্তা। মেঘনা গ্রুপ আলোচনায় থাকলেও বিপিএলে আগ্রহী না তারা। শেষপর্যন্ত রংপুর ছাড়া বিপিএলে বড় কোনো কোম্পানি নাও দেখা যেতে পারে।

এবার বিপিএলে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকা পরিচালকদের লিখিত ঘোষণা দিতে হবে। একজন পরিচালক বলেন, ‘স্বচ্ছতার কারণে পরিচালকদের বলা হয়েছে কে কোন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আছে সেটা লিখিতভাবে জানাতে। কেউ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকলে বিপিএল গভর্নিং কাউন্সিলে থাকতে পারবে না। তাকে আগে পদত্যাগ করতে হবে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাই এতে নীতিগত সম্মতি দিয়েছেন।’

নির্বাচনের পর বিসিবির নবনির্বাচিত কমিটি বিপিএল আয়োজনে উদ্যোগী হয়। এ মাসে ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেয়। ২৮ অক্টোবর আবেদন জমা দেওয়ার শেষ সময়। আজ বোঝা যাবে কেমন হতে পারে নতুন সাইকেলের বিপিএল।’

অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়লেন বরিশালের ব্যাটার ফজলে রাব্বি

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

২৫ অক্টোবর, ২০২৫ ১৪:২১

প্রিন্ট এন্ড সেভ

অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়লেন বরিশালের ব্যাটার ফজলে রাব্বি

জাতীয় লিগের প্রথম দিনে বরিশাল ও খুলনা বিভাগের ম্যাচে মাঠেই অসুস্থ হয়ে পড়লেন বরিশালের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। ম্যাচের প্রথম সেশনের ১৯তম ওভারে বাউন্ডারি লাইনে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন রাব্বি। পরে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হলেও আপাতত হাসপাতালে নেওয়া লাগেনি তাকে।

শনিবার দেশের তিন বিভাগীয় শহরের চার ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় লিগের ২৭তম আসর।

দেশের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় এই আসরে খুলনায় স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বরিশাল।

ম্যাচে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় খুলনা। গরমের মধ্যে ফিল্ডিং করতে গিয়ে অসুস্থ হয়ে যান ফজলে মাহমুদ। তার পরিস্থিতি সম্পর্কে ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান কালের কণ্ঠকে জানান, ‘বাব্বি এখন কিছুটা ভালো আছেন।

আমরা হাসপাতাল নেওয়ার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তিনি বললেন কিছুটা বেটার ফিল করছেন এবং ড্রেসিং রুমে চলে গেছেন। ঘটনা আমাদের সামনেই ঘটেছে, বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন, হঠাৎ মাটিতে পড়ে যান। পরে আমরা দেখেছি পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে এবং চোখেও সমস্যা দেখা দিয়েছে। আমরা ভাবলাম স্ট্রোক করল কি না।

পরে অ্যাম্বুলেন্স আসে, কিন্তু ড্রেসিং রুমে গিয়ে বলেছে ভালো অনুভব করছে। আমরা পরামর্শ দিয়েছি হাসপাতালে যাওয়ার জন্য, তবে এখন তিনি ভালো আছেন এবং যেতে চাচ্ছেন না। তবে এরপর আর ফিল্ডিং করতে নামেননি তিনি।’

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.